1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ - Dainik Deshbani
রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
অন্তর্বর্তী সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান: তারেক রহমান অ্যাগ্রোকেমিক্যালস উৎপাদনের মানোন্নয়নে দিনব্যাপী বামার কর্মশালা বিমানবন্দরে তিন রাত আটকে থাকার পর দলের সঙ্গে রিশাদ-নাহিদ পেট্রো ডলারের বন্যায় শেষ হলো ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা সাবেক এনএসআই ডিজি মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের: ড. ইউনূসবিরোধী ষড়যন্ত্রের মূল মাস্টারমাইন্ড! মেসিকে ফিরিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা নাকবা দিবসে গাজায় ব্যাপক হামলা, নিহত শতাধিক শুক্রবার জুম্মার পর জবি শিক্ষার্থীদের গণঅনশন ভালো ঘুমানোর জন্য রাতে খাবেন কোন খাবার

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রোববার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন মেয়রের শপথ আয়োজনের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগের কাছে গেজেটের কপি পাঠানো হবে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। সেই নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র আওয়ামী লীগের ফজলে নূর তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক ধানের শীষ প্রতীকে পান ২ লাখ ৩৬ হাজার ভোট। ওই নির্বাচনে ব্যাপক জালজালিয়াতির অভিযোগ ছিল। এ  অভিযোগে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।

২৭ মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার আইনে পরিবর্তন এনে, সব সিটি করপোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের অপসারণ করে। তবে মেয়র তাপস আগেই দেশ ছেড়ে পালান।

২০২০ সালের ২১ মে দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা হয়। আগামী ২০ মে করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে। আইনের ২৫ (১) ধারা অনুযায়ী, মেয়াদ শেষে নির্বাচন না হলে সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে।

আদালতের রায়ের পর ইশরাক আগেই জানিয়েছিলেন, শপথ নেবেন কিনা তা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এর আগে আদালতের রায়ে ৩ নভেম্বর চট্টগ্রাম সিটির মেয়র হয়েছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন। যদিও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ রয়েছে আগামী বছরের মার্চ পর্যন্ত।

সিটির মেয়রদের শপথ পাঠ করান সরকারপ্রধান। এ হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ পড়াবেন ইশরাককে। তবে কবে এই শপথ হবে- তা নিশ্চিত নয়। শপথ নিলেও আগামী ২০ মে করপোরেশনের মেয়াদ পূর্তির পর তিনি মেয়র থাকতে পারবেন কিনা- তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব