1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
বিরাটের টেস্ট অবসর আনুশকাও কল্পনা করেননি - Dainik Deshbani
সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবর
এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের গুঞ্জন, যা বলল বিসিসিআই আগস্ট-অক্টোবরেই ভোট হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে: আমীর খসরু বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে: উপদেষ্টা আসিফ শিল্পী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা অপরাধ না: বাসার ইসরায়েলি হামলা বেড়েছে, গাজায় নিহত ৫৩ হাজার ৩৩০ ছাড়াল অশ্লীল শব্দচয়ন, উপস্থাপিকাকে লিগ্যাল নোটিশ ব্লকেডে আটকা নগর ভবন, বন্ধ সেবা কার্যক্রম নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ, জামিন শুনানি ২২ মে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম রিসার্চ ফেস্টিভ্যাল এর ব্যানারে অসংখ্য বানান ভুল, পরিচালক পদবীর পরিবর্তে লেখা হলো প্রো-ভাইস চ্যান্সেল পদবী , ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার ঝড়।। সাম্য হত্যার ‘প্রকৃত’ অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

বিরাটের টেস্ট অবসর আনুশকাও কল্পনা করেননি

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

টি-২০ বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা করে দেন বিরাট কোহলি। তিনি সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলায় অবাক হননি তেমন কেউ। তবে এবার কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় বলায় অবাক হয়েছেন অনেকে। এমনকি তার স্ত্রী আনুশকা শর্মাও ভাবেননি ওয়ানডের আগে টেস্টকে বিদায় বলবেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার।

গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। অনেকে ভেবেছিলেন, ওই টুর্নামেন্টের পরে ওয়ানডে ফরম্যাটকে রোহিত শর্মা ও বিরাট কোহলি বিদায় বলবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের ভাবনাও ছিল অনেকটা একই। যে কারণে তাদের সিদ্ধান্ত শোনার অপেক্ষায় কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশে পাঁচ মাস দেরি করেছিল বিসিসিআই।

আনুশকা শর্মাও ভেবেছিলেন, সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটকে আগে বিদায় বলবেন বিরাট। টি-২০’র পর অবসরে যাবেন ওয়ানডে থেকে। কিন্তু ৩৬ বছর বয়সীয় ডানহাতি ব্যাটার হৃদয়ের ডাক শুনে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন বলে এক ইন্সটাগ্রাম বার্তায় উল্লেখ করেছেন আনুশকা।

তিনি লিখেছেন, ‘সবাই তোমার রেকর্ড, মাইলফলক নিয়ে কথা বলবে, তবে আমি স্মরণ করবো তোমার কান্না যা তুমি কাউকে কখনো দেখাওনি, যে লড়াই কেউ দেখেনি এবং টেস্টের প্রতি তোমার অগাধ ভালোসার কথা। আমি জানি, এগুলো তোমার থেকে কতটা শুষে নিয়েছে।

প্রতিটি টেস্ট সিরিজের পরে, তোমার চেহারায় আমি নতুন কিছু শিখে ফেরার বার্তা দেখেছি, তুমি আরও নম্র হয়ে ফিরে এসেছ এবং তোমাকে কাছ থেকে প্রতিদিন একটু একটু করে বিকশিত হতে দেখা বিশেষ ব্যাপার।

যদিও আমি সবসময় ভেবেছি, তুমি সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগে বিদায় নেবে। তবে তুমি তোমার হৃদয়ের ডাক শুনেছ এবং তাই প্রিয়তম আমি বলতে চাই, তুমি এই বিদায় বলার পূর্ণ অধিকার অর্জন করেছ।’

বিরাট কোহলি ১৪ বছরের ক্যারিয়ারে ১২৩ টেস্ট খেলেছেন। লাল বলে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ৯২৩০ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ৩০টি। হাফ সেঞ্চুরির সংখ্যা ৩১। কোহলির অবসরের পেছনে গৌতম গম্ভীরের সঙ্গে পুরনো দ্বন্দ্বের জের থাকতে পারে। ভারতের সংবাদ মাধ্যম দাবি করেছে, বিসিসিআই কোহলিকে টেস্ট দলে ‘আনফিট’ বলেছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব