1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
পরিচয় মিলেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির - Dainik Deshbani
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

পরিচয় মিলেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরে একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নিহত সাত বাংলাদেশির পরিচয় মিলেছে।

আজ শনিবার (১৫ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, দুর্ঘটনায় মারা যাওয়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন- আরিফ মো. সাহাদাত, বারেক সরদার, মো. শাকিল প্রামাণিক, সাইফুল ইসলাম, রুমান প্রামাণিক, মো. ফিরুজ সরদার আলী ও মো. রব হোসাইন।

গতকাল শুক্রবার (১৪ জুলাই) রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। এতে ৯ জন কর্মী মারা যান।

তাদের মধ্যে সাতজন বাংলাদেশি। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। মৃতদের মধ্যে তিনজন নাটোর জেলার বাসিন্দা ছিলেন। মরদেহগুলো হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় আহত দুজন কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশিদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে ফলোআপ করছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এতে গভীর শোক প্রকাশ করেছেন।

এর আগে সৌদির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছিলেন, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

এ ছাড়া একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব