1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  3. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
নতুন প্রেমের ইঙ্গিত দিলেন সামান্থা - Dainik Deshbani
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ খবর
শাকিব ও সন্তানদের নিয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট রাশিয়ার অস্ত্রশিল্পে সহায়তা করছে চীন: ইউক্রেন বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার অনির্দিষ্টকাল স্থগিত করল যুক্তরাষ্ট্র সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ হামজা, সামিত ও ফাহামিদুলকে নিয়েই সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াড চিকিৎসক-নার্সদের কর্মবিরতিতে ‘জুলাই আহতদের’ হা ম লা র অভিযোগ ছক্কা খেয়ে বাংলাদেশি ব্যাটারের হেলমেটে টান প্রোটিয়া বোলারের নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল অস্ত্র চালানোসহ বেশকিছু প্রশিক্ষণ নিতে হয়েছে: বাঁধন নেইমারকে দলে না নেওয়ার যে ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

নতুন প্রেমের ইঙ্গিত দিলেন সামান্থা

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ৯ মে, ২০২৫

বছরজুড়ে বাতাসে ভাসতে থাকে তারকাদের প্রেমের গুঞ্জন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে রটেছিল প্রেমের গুজব। সে গুঞ্জন সত্যি, না মিথ্যা– তা জানা যায়নি আদৌ। অতীতের গুঞ্জন ফিকে হয়ে আসতে না আসতেই আরও একবার বলিউডের বাতাসে ভাসতে শুরু করেছে সামান্থার প্রেমের খবর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘসময় একাকী কাটিয়েছেন সামান্থা। এবার সেই নিঃসঙ্গতা কাটাতে নতুন একজনের শরণাপন্ন হয়েছেন কিছুদিন আগে বলিউডে পা রাখা এই অভিনেত্রী।

শোনা যাচ্ছে, আবার প্রেমে পড়েছেন অভিনেত্রী। সত্যিই কি তাই! সেই উত্তর স্পষ্ট না হলেও সামান্থার নতুন পোস্ট উস্কে দিয়েছে নতুন জল্পনা। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। অনেক দিন ধরেই এ আলোচনা চলছে। কিন্তু আদতে সত্যিটা কী, তা এখনও জানা যায়নি।

এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সামান্থা প্রযোজিত প্রথম ছবি ‘শুভম’। যার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। সেসব ছবিতে ‘সিটাডেল হানি বানি’ সিনেমার পরিচালক রাজও রয়েছেন।

ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু।’

তাঁর এই লেখাতেই অনেকে সামান্থার জীবনে নতুন মানুষের ইঙ্গিত পেয়েছেন। তবে সব আলোচনাই নস্যাৎ করে দিয়েছেন নায়িকা। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শুরুর আগেই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন শুরুর মানে হলো প্রযোজক হিসেবে তাঁর নতুন যাত্রা শুরু। এ মুহূর্তে কোনো সম্পর্কেই যে তিনি নেই, সে কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব