1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
ঘরে বসে বিরক্ত লাগায় চুলে রঙ করেছেন ইয়ামাল - Dainik Deshbani
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

ঘরে বসে বিরক্ত লাগায় চুলে রঙ করেছেন ইয়ামাল

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

হেয়ার স্টাইলে পরিবর্তন এনেছেন বার্সেলোনার ১৭ বছর বয়সী সেনসেশন লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে ম্যাচের আগে বাদামি রঙয়ে চুল সাজান তিনি। মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচের আগে বার্সা তরুণ জানান, ঘরে বসে বিরক্ত লাগায় চুলে রঙ করেছেন তিনি।

প্রথমবার বার্সার প্রেস কনফারেন্সে হাজির হন ইয়ামাল। ১৭ বছর বয়সী তারকার আগমণে প্রেস কনফারেন্স কক্ষ পুরোপুরি ভরাট ছিল। সেখানে একের পর এক প্রশ্নের জবাব দিয়েছেন ইয়ামাল। কখনো চাপ নিয়ে কথা বলেছেন, কখনো মেসির সঙ্গে তুলনা নিয়ে তো আবার শততম ম্যাচ নিয়ে। মন খুলে উত্তরও দিয়েছেন তিনি।

এই যেমন চুলের রঙ নিয়ে বলেছেন, ‘আমি এটা মজা করে করেছি। ঘরে বসে বিরক্ত লাগে। সেজন্য।’ নতুন চুলের স্টাইল করে হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে নাকি ভালোই সময় যাচ্ছে তার। বয়স নিয়ে প্রশ্নে বলেন, ‘ফুটবলে কোন বয়স হয় না। এখানে কোয়ালিটি মূল বিষয়, প্রস্তুত থাকলে খেলতে মানা কোথায়। আমাদের দলটা তরুণ এবং আমরা শীর্ষ পর্যায়ে দারুণ খেলছি।’

লামিনে এখনো বেড়ে ওঠার পর্যায়ে আছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমি জিতছি, আমাকে নিয়ে কেউ টু শব্দ করতে পারবে না। যখন হারাবে তখন বলবে।’ সেমিতে প্রতিপক্ষ হিসেবে ইন্টার মিলান কেমন এমন প্রশ্নে বলেন, ‘তারা রক্ষণে খুবই শক্তিশালী। এটাই তাদের সেরা অস্ত্র এবং তারা কাউন্টার অ্যাটাকে বেশ ভালো। তারা খুব ভালো দল, তাদের হারাতে হলে আমরা যেটা এখন পর্যন্ত করে এসেছি সেটাই করতে হবে। তাদের তিন হার কোন সমস্যা করবে না। কারণ এটা ভিন্ন ম্যাচ।’

বার্সার জার্সিতে শততম ম্যাচ খেলতে নামবেন ইয়ামাল। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমি ধারাবাহিক, ১৭ বছর বয়সে খেলছি, যেটা সকলে পারে না। আমি মেসি বা অন্য কারোর সঙ্গে নিজের তুলনা করতে চাই না। সেটা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম। আমি শুধু প্রতিদিন উন্নতি করতে চাই। মেসির সঙ্গে তুলনার তো প্রশ্নই আসে না। আমি তাকে ইতিহাসের সেরা মনে করি।’

ইন্টার মিলানের বিপক্ষে মেসি কোন গোল করতে পারেননি এমন প্রশ্নে ইয়ামাল জানান, ইন্টারের সঙ্গে না পারলেও অনেক ক্লাবের সঙ্গে অনেক গোল মেসি করেছেন। ক্যারিয়ারের প্রথম সেমিফাইনাল নিয়ে ১৭ বছরের এই বিস্ময় বালক বলেন বহু আগেই চাপ ছেড়ে এসেছেন তিনি, ‘আমি চাপে নেই, এটা আমি বহু আগে মাতেরো পার্কে ফেলে এসেছি। কোপা দেল রে’র ফাইনাল আমি কেবল উপভোগ করেছি।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব