1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  3. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা - Dainik Deshbani
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ৩ মে, ২০২৫

চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিনটি দেশে সফর করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ সফরে মোট চারটি প্রীতি ম্যাচ খেলবে তারা। আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক ‘ওলে’ এবং টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই সফরে দলের সঙ্গে থাকবেন লিওনেল মেসিও।

অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রথমে চীন সফরে যাবে আর্জেন্টিনা। সেখানে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। যদিও এখনো প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, চীনের পাশাপাশি আরেকটি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে।

চীন সফর শেষে নভেম্বরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় পাড়ি জমাবে স্কালোনির দল। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১১ নভেম্বর একটি ম্যাচ আয়োজন করবে অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশন। এ উপলক্ষে সম্প্রতি অ্যাঙ্গোলার ফেডারেশন সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েসের সঙ্গে বৈঠক করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

বৈঠকে তাপিয়া সরাসরি ফোন করেন মেসিকে এবং ২০০৬ সালের একটি প্রীতি ম্যাচের স্মৃতি তুলে ধরেন, যেখানে আর্জেন্টিনা ২-০ গোলে অ্যাঙ্গোলাকে হারিয়েছিল। এতে মেসির অ্যাঙ্গোলা সফরের সম্ভাবনা আরও বেড়েছে বলে জানিয়েছেন সিমোয়েস।

অ্যাঙ্গোলা সফর শেষে মেসিদের দলটি যাবে কাতারে। ২০২২ সালে এই দেশেই নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেখানে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে, যদিও প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে আগেই সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে পাঁচ ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। গত মার্চে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে দলটি।

আগামী জুন ও সেপ্টেম্বরে বাকি চারটি বাছাই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ—চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত নিয়মিত ম্যাচ খেলার লক্ষ্যেই এই প্রীতি সফরের আয়োজন করছে এএফএ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব