1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
আমিরের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে ১০ জনের - Dainik Deshbani
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ খবর
রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত : সেনাপ্রধান কিছু হলেই পরীমণিকে নিয়ে টানাটানি কেন, লাইভে এসে প্রশ্ন সিরিজ বাঁচাতে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানালেন ইশরাক বেগম খালেদা জিয়াকে মিথ‍্যা মামলায় হয়রানির অভিযোগে বর্তমান জনপ্রশাসন সচিব মোখলেছ উর রহমান এবং সাবেক দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ সাবেক ২ কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন Walton Group-এর অবৈধ ছায়া প্রতিষ্ঠান ও মালিকদের দুর্নীতি ও অর্থপাচার এবং অবৈধ কার্যক্রম সম্পর্কিত অভিযোগের ফিরিস্তি দুদকে, অভিযোগ অনুসন্ধানে শীঘ্রই মাঠে নামছে দুদক মৎস্য ভবন-কাকরাইল ও সচিবালয়ের আশপাশে ইশরাক সমর্থকদের অবস্থান কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার আজ-কালের মধ্যে ইশরাকের শপথ না হলে বড় আন্দোলন হতে পারে: সালাহউদ্দিন আহমদ

আমিরের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে ১০ জনের

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৬ মে, ২০২৫

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার আমির খান। তার পরবর্তী ছবি ‘সিতারে জামিন পার’ ইতিমধ্যেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জামিন পার’-এর স্পিরিচুয়াল সিকুয়েল হিসেবে তৈরি এই সিনেমার প্রথম পোস্টার অবশেষে প্রকাশ পেল।

সোমবার দুপুরে পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুন ভারতজুড়ে মুক্তি পাবে ‘সিতারে জামিন পার’।

নতুন পোস্টারে আমির খানের সঙ্গে দেখা গেছে ১০ জন নবাগত অভিনেতা। আমির খান প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর-এর মতো নবাগতদের।

ছবিতে আমির খানের সঙ্গে প্রথমবার জুটিতে দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ-কে। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এই ছবির মাধ্যমে দর্শকদের জন্য একটি বিশেষ কিছু আনতে চলেছেন আমির।

ছবিটি পরিচালনা করছেন আর এস প্রসন্ন, যিনি এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’ এবং স্বামী চিন্ময় আনন্দের বায়োপিক ‘অন আ কোয়েস্ট’ পরিচালনা করেছেন।

‘সিতারে জামিন পার’ ছবিতে গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, এবং সুর করেছেন বিখ্যাত সংগীতত্রয় শঙ্কর-এহসান-লয়। চিত্রনাট্য লিখেছেন দিব্যনিধি শর্মা। ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন আমির খান, রবি ভাগচন্দকা এবং অপরণা পুরোহিত।

আগামী ২০ জুন হলে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। আর পোস্টার প্রকাশের পর থেকে উৎসাহ-উত্তেজনা আরও বেড়ে গেছে বলেই মনে করা হচ্ছে। সূত্র: বলিউড হাঙ্গামা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব