1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
অপহরণের শিকার সেই পল্লী চিকিৎসক বগুড়া থেকে উদ্ধার - Dainik Deshbani
সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম রিসার্চ ফেস্টিভ্যাল এর ব্যানারে অসংখ্য বানান ভুল, পরিচালক পদবীর পরিবর্তে লেখা হলো প্রো-ভাইস চ্যান্সেল পদবী , ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার ঝড়।। সাম্য হত্যার ‘প্রকৃত’ অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ফেসবুকে সরকারের সমালোচনার নজরদারি প্রথা বন্ধ করেন: আশফাক নিপুন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আটক র‍্যাবের ছায়ায় অপরাধ সাম্রাজ্য: ক্ষমতার অপব্যবহার, গুম-খুন ও সীমাহীন দুর্নীতি — অভিযোগ অনুসন্ধানে দুদকের চৌকস টিম অন্তর্বর্তী সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান: তারেক রহমান অ্যাগ্রোকেমিক্যালস উৎপাদনের মানোন্নয়নে দিনব্যাপী বামার কর্মশালা বিমানবন্দরে তিন রাত আটকে থাকার পর দলের সঙ্গে রিশাদ-নাহিদ পেট্রো ডলারের বন্যায় শেষ হলো ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা

অপহরণের শিকার সেই পল্লী চিকিৎসক বগুড়া থেকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৬ মে, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে অপহৃত পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে (৩৫) উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে বগুড়ার নিশিন্দারা এলাকায় বগুড়া র‌্যাবের সহযোগিতায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা র‌্যাব-১৩ কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার আনিস উদ্দিন।

মামলার বাদী ভুক্তভোগীর ছোটভাই হিরু মিয়া সমকালকে বলেন, বগুড়া নিশিন্দারা এলাকার পুলিশ ব্যাটালিয়ন স্কুলের পাশের একটি বাড়ি থেকে ভাইকে উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। তবে কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা বগুড়া থেকে গাইবান্ধা যাচ্ছি।

এর আগে, গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকা থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। ভুক্তভোগী তরিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের বাসিন্দা।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার সোমবার সন্ধ্যায় সমকালকে বলেন, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পল্লী চিকিৎসককে বগুড়া সদর এলাকা থেকে উদ্ধার করেছে। বগুড়া থেকে তাকে গাইবান্ধার সাদুল্লাপুর থানায় নিয়ে আসা হচ্ছে। তবে কোথা থেকে, কীভাবে উদ্ধার হলো, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ওসি। আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে ভুক্তভোগীর ছোটভাই হিরু মিয়া সাদুল্লাপুর থানায় আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। এছাড়াও অভিযোগের কপি গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পেও দাখিল করেন তিনি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব