শেয়ারবাজারে লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যে মূল্য বৃদ্ধির সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে রবি আজিয়াটা। তবে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিজয়ীরা কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হচ্ছেন না। ফলে রবি আজিয়াটা লিমিটেড –এর শেয়ার বিক্রেতা উধাও হয়ে গেছে।
আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করেছে রবি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কোম্পানিটি শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে।
এদিন লেনদেনের শুরুতে ১৪ টাকা করে কোম্পানির ২ লাখ ৬১ হাজার ১৭০টি শেয়ার ক্রয়ের প্রস্তাব আসে। তবে কেউ এ দামে রবির শেয়ার বিক্রি করতে রাজি হয়নি। এরপর কয়েক দফা দাম বেড়ে সর্বশেষ ১৫ টাকা করে ১৭ কোটি ৫২ লাখ ১৬ হাজার ৬৬২টি শেয়ার কেনার প্রস্তাব আসে।
এতেই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে রবি। তবে এরপরও কোনো বিনিয়োগকারী তাদের কাছে থাকা কোম্পানির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে ক্রেতা থাকলেও শেয়ারের বিক্রেতা শূন্য হয়ে পড়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন নিয়ে রবি আজিয়াটার আইপিওতে আবেদন গ্রহণ শুরু হয় ১৭ নভেম্বর। যা চলে ২৩ নভেম্বর পর্যন্ত।
নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আইপিও খরচের জন্য রবিকে অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা।