1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন

স্বাস্থ্যকেন্দ্রে ফ্যানের সঙ্গে ঝুলছিল চিকিৎসকের লাশ

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ১৫ মার্চ, ২০২১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নিজ কক্ষ থেকে মাসুদুর রহমান স্বপন (৫৫) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের কাছে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুদুর রহমান স্বপন একই ইউনিয়নের (জামালপুর) বৃ-মাগুরা গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের নিজ কক্ষের সিলিংফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় স্থানীয় লোকজন মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার ওসি মোহাম্মদ তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার রাতেই তার ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু করেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব