সুতায় ঝুলছে রোনাল্ড কোম্যানের চাকরি। লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর বার্সেলোনা খেলছে যাচ্ছেতাই ফুটবল। কোম্যানের তিকিতাকা বদলে দিয়ে ক্রসনির্ভর ফুটবল খেলাটাও মানতে পারছেন না সমর্থকরা। তাই বোর্ড কর্তারা দফায় দফায় বসছেন কোচের ভবিষ্যৎ নিয়ে। আজ শনিবার দিবাগত রাত ১টায় ওয়ান্দা মেত্রোপলিতানোয় অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ভালো করতে না পারলে এটাই বিদায়ি ম্যাচ হতে পারে ডাচ এই কোচের?
লা লিগায় ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে ৬ নম্বরে। গত মৌসুমে এই সময়ে পয়েন্ট ছিল ৮।রাতে অ্যাতলেতিকোকে হারাতে পারলে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান কমে দাঁড়াবে মাত্র ২ পয়েন্টে। এরপরও নড়বড়ে কোচ কোম্যানের চাকরি। কারণ চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা। টানা দুই ম্যাচে বায়ার্ন ও বেনফিকা ৩-০ গোলে বিধ্বস্ত করেছে কাতালানদের।
এমন ব্যর্থতাতেও খেলোয়াড়রা কোচের পাশে। অধিনায়ক সের্হিয়ো বুশকেত্জ দায় নিচ্ছেন নিজেদের ওপর, ‘আমরা সেরাটা খেলতে পারছি না, সব দায় কোচের নয়।’ ভবিষ্যত নিয়ে ভাবছেন না কোম্যানও, ‘আমাকে কেউ কিছু বলেনি। তবে চারপাশ থেকে অনেক কিছু শুনছি।’
বার্সা থেকে ধারে অ্যাতলেতিকোয় ফেরা আঁতোয়ান গ্রিজম্যানের ওপর আলোটা থাকবে এই ম্যাচে। লুইস সুয়ারেসও রয়েছেন অ্যাতলেতিকোতে। বার্সার ডিফেন্ডারদের গ্রিজম্যান-সুয়ারেসদের আটকানোর ওপরও নির্ভর করবে ম্যাচের ভাগ্য।
কোম্যানকে ছাঁটাই করলে গুনতে হবে ১২ মিলিয়ন ইউরো। ক্লাবের আর্থিক দুরবস্থার জন্য এত মোটা অঙ্কের টাকা খরচ করা কঠিন। তা ছাড়া সাবেক কোচ কিকে সেতিয়েনকে ছাঁটাই করায় তাঁর পাওনা এখনো পরিশোধ করে চলেছে বার্সেলোনা।
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এদুয়ার্দ রোমিও অবশ্য ঘোষণা দিয়েছেন, কোম্যানকে ছাঁটাই করলে টাকা বড় সমস্যা হবে না। তাই গুঞ্জন বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজ, জুভেন্টাসের সাবেক কোচ আন্দ্রেয়া পিয়েরলো, রিভারপ্লেট কোচ মার্সেলো গ্যালারদোদের কাউকে পেতে চায় কাতালানরা। অ্যাতলেতিকোর বিপক্ষে ম্যাচ শেষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ক্লাব ফুটবল বন্ধ থাকবে দুই সপ্তাহ। এই সময়েই নির্ধারিত হবে কোম্যানের ভাগ্য।
সূত্র: মার্কা