1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

সাকিব এই যুগের সেরা অলরাউন্ডার: দীনেশ কার্তিক

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ বছর নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে তিনি দলের সাথে ভারতের চেন্নাইতে অবস্থান করছেন।

তার আগে দলের সাথে মুম্বাইতে ক্যাম্প করেছেন তিনি। চলতি আসরে সাকিবকে আবারও দলে ফেরাতে পেরে যেন মহাখুশি কেকেআর কর্তৃপক্ষ। সবার মাঝেই বাংলাদেশি পোস্টার বয়কে নিয়ে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এবার সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেকেআরের সাবেক অধিনায়ক ও বর্তমান সহ-অধিনায়ক দীনেশ কার্তিক।

বুধবার ইন্সটাগ্রামে এক লাইভ আড্ডায় ভক্তদের মুখোমুখি হন তিনি। সেখানে সাকিবকে আখ্যায়িত করেছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে। এক প্রশ্নের জবাবে বলেন, ‘অসাধারণ অলরাউন্ডার এবং খুব সম্ভবত বর্তমান যুগের সেরাদের একজন সাকিব।’

আরেক ভক্ত প্রশ্ন করেন, পুরনোদের মধ্যে কাকে ফিরে পেয়ে সবচেয়ে বেশি খুশি দল? জবাবে দীনেশ কার্তিক বলেন, ‘অবশ্যই সাকিব। তাকে ফিরে পেয়ে আমরা আনন্দিত। সে আগেও কেকেআরের হয়ে খেলেছে এবং তাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত।’

আগামী ১১ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ সাকিবের পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটিতে একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব