এ যেন তৃতীয় টেস্টের পুনরাবৃত্তি। চতুর্থ টেস্টে স্পিনবিষে ফের ধরাশায়ী দুই দলের ব্যাটসম্যানরা।
সেটাই স্বাভাবিক। কারণ ভেন্যু তো সেই একই। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম।
বৃহস্পতিবার অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিজাদুতে ২০৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। অলরাউন্ডার বেন স্টোকস ছাড়া আর কেই ফিফটির দেখা পাননি। অক্ষর ও অশ্বিন মিলে নেন ৭ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে একইরকম করুণ পরিস্থিতিতে পড়েছে ভারত। দলীয় সংগ্রহ দেড়শ রান ছাড়ানোর আগেই ৬ উইকেট হারিয়েছে ভারত।
ইংল্যান্ডের হয়ে অবশ্য বাঁহাতি স্পিনার জ্যাক লিচ একাই সফল হননি। পেসার অ্যান্ডারসন ও স্টোকসও উইকেট পেয়েছেন।
তিন বোলারই এখন পর্যন্ত দুটি করে উইকেট শিকার করেছেন।
ইংলিশ বোলারদের দাপুটে বোলিংয়ে ভারতীয় ইনিংসে এখন পর্যন্ত ফিফটির দেখা পায়নি কেউ। সর্বোচ্চ রান এসেছে ওপেনার রোহিত শর্মার ব্যাট থেকে। এক রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি।
অন্যদিকে ডাক মেরেছেন অধিনায়ক বিরাট কোহলি।
প্রথম দিনে ইংল্যান্ডকে অলআউট করে ভারত ইনিংস শুরু করলে রানের খাতা না খুলেই আউট হন ওপেনার শুবমান গিল।
অ্যান্ডারসনের প্রথম ওভারের তৃতীয় বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন গিল। এক উইকেটে ২২ রান সংগ্রহ করে প্রথমদিন শেষ করে ভারত।
শুক্রবার দ্বিতীয় দিনে প্রথম সাফল্য এনে দেন লিচ। ৬২ বল মোকাবিলা করে ১৬ রানে আউট হন চেতেশ্বর পূজারা। এরপর মাঠে নামেন অধিনায়ক বিরাট কোহলি।
সমর্থকদের হতাশ করে কোহলি রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন। গুরুত্বপূর্ণ এই উইকেটটি নেন বেন স্টোকস।
এরপর অজিঙ্কা রাহানেকে সঙ্গে করে লড়াই চালিয়ে যান রোহিত শর্মা। তবে বেশি দূর যেতে পারেনি এ জুটি। ৩৯ রান যোগ করে মধ্যাহ্নবিরতির ঠিক আগে আউট হয়ে যান রাহানে।
৪০ বলে ২৭ রান করে অ্যান্ডারসনের বলে স্টোকসের হাতে ক্যাচ তুলে দেন রাহানে।
৪ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে মধ্যাহ্নবিরতিতে যায় ভারত।
মধ্যাহ্নবিরতির পর ঋষভ পন্তের সঙ্গে জুটি গড়েন রোহিত।
আরও ৪১ রান যোগ করে এ জুটির পতন ঘটে। এবার ধরাশায়ী শুরু থেকে লড়াই চালিয়ে যাওয়া রোহিত শর্মা।
১৩৮ বল মোকাবিলা করে ৪৯ রান করে স্টোকসের দ্বিতীয় শিকারে পরিণত হন রোহিত।
রোহিত যখন আউট হন তখন দলের সংগ্রহ ৫ উইকেটে ১২১ রান। সেখান থেকে অলরাউন্ডার অশ্বিনকে সঙ্গী করে ছোট্ট একটি পার্টনারশিপ গড়েন পন্ত।
স্পিনারের হাতে বধ হন আরেক স্পিনার। অর্থাৎ অশ্বিনকে (১৩) যখন ফেরান লিচ তখন ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান।
অশ্বিনকে হারিয়ে এবার আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ঋষভ পন্ত। দলকে টেনে নিয়ে যাচ্ছেন পন্ত।
এ প্রতিবেদন লেখার সময় ৬২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৫৩ রান। ৬২ বলে ৩৬ রানে অপরাজিত পন্ত। লিড পার করতে এখনও ৫১ রান বাকি স্বাগতিকদের।
তথ্যসূত্র: ক্রিকইনফো