তামিম ইকবালকে দ্বিতীয় ওয়ানডেতে আউট না দেওয়ায় আম্পায়ারের সিদ্ধান্তে মাঠে অসন্তোষ প্রকাশ করা নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনকে শাস্তি দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের সর্বোচ্চ উচ্চতার এ পেসারকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
তামিমকে আউট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়েছিলেন জেমিসন, যা অনফিল্ড আম্পায়ারদের মোটেই পছন্দ হয়নি।
ক্রাইস্টচার্টে দ্বিতীয় ওয়ানডের ১৫তম ওভারে ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার বোলার জেমিসন নিজের বলেই নিচু হয়ে ফিরতি ক্যাচ নেন। তখন ব্যাট করছিলেন তামিম। বাংলাদেশ অধিনায়কের উইকেটপ্রাপ্তিতে উল্লাসে মেতে ওঠেন জেমিসনসহ ফিল্ডাররা। কিন্তু ক্যাচ নিয়ে সংশয় থাকায় সিদ্ধান্ত জানাতে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান ।
টিভি আম্পায়ার বেশ কয়েকবার রিপ্লে দেখে রায় দেন যে, ক্যাচ নেওয়ার শেষ মুহূর্তে বল নিয়ন্ত্রণে ছিল না জেমিসনের। এক হাতে জমে থাকা বল স্পষ্টতই স্পর্শ করেছে মাটিতে।‘নটআউট’ সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার।
বড়পর্দায় এ সিদ্ধান্ত ভেসে উঠতে দেখেই দুই হাত উঁচিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন জেমিসন। তার সেই আচরণ পছন্দ হয়নি মাঠের আম্পায়ারদের। ম্যাচ শেষে তাদের অভিযোগে ব্যবস্থা নেন ম্যাচ রেফারি নিউজিল্যান্ডের জেফ ক্রো।
ওই সিদ্ধান্তের সময় ৩৪ রানে ব্যাট করছিলেন তামিম। ৭৮ রানে গিয়ে থামে বাংলাদেশি ড্যাশিং ওপেনারের ব্যাট।
ইতোমধ্যে নিজের দায় ও শাস্তি মেনে নিয়েছেন পেসার জেমিসন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এটিসহ জেমিসনের ডিমেরিট পয়েন্ট হলো এখন দুই। ২৪ মাস সময়ের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট কেউ পেলে তা রূপ নেয় সাসপেনশন পয়েন্টে। কোনো ক্রিকেটার দুটি সাসপেনশন পয়েন্ট পেলে তিনি এক টেস্ট বা দুই ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হন।
সিরিজের তৃতীয় ওয়ানডে শুক্রবার বাংলাদেশ সময় ভোররাত ৪টায় শুরু হবে। সেই ম্যাচ খেলতে দল নিয়ে ওয়েলিংটনে পৌঁছে গেছেন তামিম।