1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

শাকিবের পর ফার্স্টলুকে নজর কাড়লেন বুবলী

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২৫ মে, ২০২১

নানা গুঞ্জনের পর আবারও একসঙ্গে দর্শকদের কাছে ধরা দিচ্ছেন শাকিব খান ও শবনম বুবলী। এই জুটির পরবর্তী সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ পরিচালনা করছেন তপু খান।

মঙ্গলবার সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এর একদিন আগেই প্রকাশ পেল বুবলীর ফার্স্টলুক পোস্টার। এতে সালোয়ার কামিজ, পাশ্চাত্যের পোশাক ও শাড়ি পরা তিন রূপে ধরা দিয়েছেন বুবলী, যা সবার নজর কেড়েছে।

সোমবার দুপুরে বুবলী ফার্স্টলুকটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। এরপরই ভক্তদের প্রশংসা পাচ্ছেন তিনি।

এর আগে গত শুক্রবার নতুন রূপে শাকিব খানও হাজির হন। তার নতুন গেটআপটিও সবাইকে মুগ্ধ করে।

সিনেমাটি প্রসঙ্গে বুবলী বলেন, যখন আমাকে সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়, তখন আমি খুব আনন্দিত হয়েছি। কারণ এই সময়ে এমন একটি সিনেমার উদ্যোগ নেওয়ার জন্য তাদের সাধুবাদ জানাই। গল্পটা অসম্ভব সুন্দর। তপু ভাই যখন জানান, গত পাঁচ-ছয় মাস তিনি শুধু এই সিনেমার গল্পটি নিয়েই কাজ করছি আর এটি তার প্রথম সিনেমা। তখন মনে হয়েছে, সত্যি এবার দারুণ কিছু একটা হবে। ’

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান জানান, মঙ্গলবার উত্তরায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সিনেমার মহরত ও শুটিং শুরু হয়েছে।

সবার সার্বিক সহযোগিতায় আমরা শুটিং লট সুন্দরভাবে সমাপ্ত করতে চাই। শাকিব খান ও বুবলীও সেভাবেই নিজেদের লুক প্রস্তুত করেছেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব