1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে কানাডায় নিযুক্ত বাংলাদেশি দূতের সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

কানাডায় নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার খলিলুর রহমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নতুন বাংলাদেশি দূত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, “কানাডার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং তা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং রফতানির বড় গন্তব্যস্থল।”’ তিনি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে নতুন হাইকমিশনারকে পরামর্শ দেন। কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সর্বাত্মক প্রয়াস চালানোরও নির্দেশনা

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. শামীম উজ জামান ও প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব