1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন

মুজারাবানির জোড়া আঘাতে বিপাকে বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

আগের সেরা ৭০ ছাড়িয়ে ৭৩ রান করেছেন জিম্বাবুয়ের ওপেনার ওয়েসলি মাধেভেরে। তার ৫৭ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশকে ৬ উইকেটে ১৬৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে।

আর সেই রানের তাড়ায় শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।

দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকারের ব্যাট আজ হাসেনি। দুজনেই যথাক্রমে ৫ ও ৮ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন।

দুজনকেই আউট করেছেন পেসার ব্লেসিং মুজারাবানি। বাংলাদেশ ব্যাটিং ইনিংসের প্রথম ওভারটি করেন অধিনায়ক সিকান্দার রাজা। ৭ রান দেন। দ্বিতীয় ওভারটি করান চাতারাকে দিয়ে। তার ওভারেও ৭ রান নিয়ে বিনা উইকেটে ১৪ রান জমা হয় স্কোরবোর্ডে।

এর পর দলীয় তৃতীয় ওভারটি করতে আসেন পেসার মুজারাবানি। নিজের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন। প্রথম বলেই বোল্ড করেন নাঈমকে। চতুর্থ বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে দেন সৌম্য সরকার।

খেলার এই পর্যায়ে ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৬ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব