1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

মালয়েশিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করল উত্তর কোরিয়া

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

মালয়েশিয়ার সঙ্গে আকস্মিভাবে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।

শুক্রবার পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার এক নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জবাবে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

এটাকে ক্ষমার অযোগ্য অপরাধ আখ্যায়িত করে উত্তর কোরিয়া বলছে, মার্কিন চাপে অন্ধ আনুগত্যের বশবর্তী হয়ে মালয়েশিয়া এমন কাজ করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

বছর চারেক আগে কুয়ালামপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকে দুদেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

কিম জং নামকে হত্যার আগ পর্যন্ত পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার অল্প কয়েকটি মিত্র দেশের মধ্যে একটি ছিল মালয়েশিয়া।

কুয়ালালামপুরে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় নিষিদ্ধ নার্ভ এজেন্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছিল।

পরে দুদেশের সম্পর্ক ঠাণ্ডাযুদ্ধের সময়কার মতো হয়ে যায়। কিন্তু পরে মালয়েশিয়া পিয়ংইংয়ে নিজেদের দূতাবাস খোলার সিদ্ধান্ত নিলে তা পূর্বাবস্থায় ফিরে এসেছিল।

কিন্তু শুক্রবার সবকিছু বদলে যায়। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছেদ করার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, যে নাগরিককে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হয়েছে, তিনি সিঙ্গাপুরে বৈধভাবেই ব্যবসা করছিলেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব