1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

মাদক পার্টির ভিভিআইপি, লাখ টাকা প্রবেশমূল্য লাগেনি শাহরুখের ছেলের

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ৩ অক্টোবর, ২০২১

কোনো ধরনের প্রবেশমূল্য ছাড়াই মাদকপার্টিতে প্রবেশ করার ছাড়পত্র পান বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মাদকপার্টির প্রবেশমূল্য ছিল এক লাখ টাকা।

ভারতের মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাকে জিজ্ঞাসাবাদ করছেন মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র কর্মকর্তারা।

আরিয়ান তাদের জানিয়েছেন, তার নাম ‘ভিভিআইপি’ তালিকায় থাকার কারণে কোনো প্রবেশ মূল্য দিতে হয়নি।

কর্ডেলিয়া নামে সেই প্রমোদতরী থেকে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন দু’জন নারী। তাঁরা প্রত্যেকে দিল্লির বাসিন্দা। এখন পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এনসিবি সূত্রে খবর বেরিয়েছে, পার্টিতে যারা শুধু মাদক সেবন করেছেন কিন্তু কোনো ধরনের আর্থিক লেনদেন করেননি, এনডিপিএস কোর্টে শুধু তাদেরকে তোলা হবে।

তাদের ব্যবহৃত মাদকের পরিমাণ যদি কম হয়, জামিনও পেতে পারেন। তবে সেই প্রমোদতরীর ঘর থেকে নেশা করার কাগজ উদ্ধার হয়েছে। যে পরিমাণ মাদক পাওয়া গেছে, গ্রেপ্তার করার জন্য তা যথেষ্ট বলেই এনসিবিসূত্রে খবর বেরিয়েছে।

এরই মধ্যে মুম্বাইয়ে এনসিবি-র দপ্তরের সামনে কড়া নিরাপত্তা। ৬ জন ব্যক্তিকে এই পার্টির উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে তাদেরও।
সূত্র: ইন্ডিয়া টাইমস।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব