1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

ভোলায় কেন্দ্রে ভোটার নেই, “আছে শুধু অপ্রীতিকর ঘটনার কথা” ।।

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
বদরপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড নুরন্নবী চৌধুরী মহাবিদ্যাল কেন্দ্র নৌকা মার্কায় ওপেন ভোট। সংগ্রহিত ছবিঃ- দৈনিক দেশবাণী
বদরপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড নুরন্নবী চৌধুরী মহাবিদ্যাল কেন্দ্র নৌকা মার্কায় ওপেন ভোট। সংগ্রহিত ছবিঃ- দৈনিক দেশবাণী

ভোলা ৪টি আসনে চলছে ভোটগ্রহণ। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। ভোট কেন্দ্রগুলোতে দাঁড়িয়ে আছে পুলিশ-আনসার সদস্য ও সাংবাদিকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়ার কথা থাকলেও তা বাড়েনি। তবে বেলা সাড়ে ১০টা পর্যন্ত জেলার ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দি) ছাড়া কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোলা সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ ভোট প্রদান করলেও তিনি চলে যাওয়ার পরই কেন্দ্রটি ভোটার শূন্য হয়ে পড়ে। এদিকে, ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের টবগি মাধ্যমিক বিদ্যালয়, ভোটের ঘর ইউনিয়ন পরিষদ  বিদ্যালয়, ইলিশা ইউনিয়নের মডেল কলেজ, ভোলা পৌরসভার সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ অনেকগুলো কেন্দ্রে পৌনে ১১টা পর্যন্ত কোনো ভোটার দেখা যায়নি। তবে ধনীয়া ইউনিয়নের ইউনুস মিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারের লাইন না থাকলেও কেন্দ্রের ভিতরে অপ্রাপ্তবয়স্ক শিশুদের জটলা দেখা গেছে। সদর উপজেলার ভোটারদের সঙ্গে কথা হলে তারা দৈনিক দেশবাণীকে বলেন, এই আসনে হেভিওয়েট নেতা তোফায়েল আহমেদের সঙ্গে তেমন কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটারদের এমন অবস্থা। যে কারণে ভোটকেন্দ্রে আসতে আগ্রহ হারিয়েছেন ভোটাররা।

ভোলা-৪ আসনের চরফ্যাশনেও ভোটার উপস্থিতি কম রয়েছে।

তবে ভোলা-৩ (লালমোহন) আসনের কয়েকটি কেন্দ্রে ঘটেছে অপ্রীতিকর ঘটনা

কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই।সংগ্রহিত ছবিঃ- দৈনিক দেশবাণী

কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই।
সংগ্রহিত ছবিঃ- দৈনিক দেশবাণী

কিছু ভোটার উপস্থিতি রয়েছে। লালমোহনের ডাক্তার আজহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১০টা পর্যন্ত ১৩৯ ভোট কাস্ট হয়েছে তবে তাদেরকে প্রাণের ভয়ে ওপেনে নৌকা চিল মারতে হয়েছে । ঐ কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ১৩০ জন। এছাড়া একই উপজেলার গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১০টা ২০মিনিট পর্যন্ত ৪৩৯ ভোট কাস্ট হয়েছে তাও অপ্রীতিকর ঘটনার কথা উল্লেখ্য করলেন সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) জসিম উদ্দিন (ঈগল)।

তবে এ কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা নিশ্চিত করতে পারেননি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার।

সাধারণ ভোটাররা দৈনিক দেশবাণীকে জানান, আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে ছোট ছোট যানবাহনে করে তাদেরকে কেন্দ্রে নেয়ার চেষ্টা করলেও আগ্রহ দেখাচ্ছেন না কেউ।

কারন ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশ যারা সামনে নৌকাতে ভোট না দিবে , তারা যেন ভোট কেন্দ্র না আসে।

এই সকল ভয়-বৃত্তির কারণে কেউ উপস্থিত হতে চায়না ভোটকেন্দ্রে।

এদিকে জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে মোবাইল কলে এ সকল অপ্রীতিকর ঘটনার কথা জানতে চাইলে তিনি দৈনিক দেশবাণী বলেন, এ ব্যাপারে মেজর (অব.) জসিম উদ্দিন (ঈগল)। কয়েকবার উনার সাথে কথা বলেছেন।

তিনি বিভিন্ন কেন্দ্র প্রদর্শন করে এই ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া শর্তেও ঘটনাস্থানে পরিদর্শন করে তা পাননি।

তবে এই ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ও প্রশাসন সরজমিনে আছেন বলে জানান।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব