শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের ভাগ্য বদলে নতুন ঠিকানা তৈরির কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর আশয়ণ-২ প্রকল্পের আওতায় এসব পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণের কাজ পুরোদমে চলছে। গৃহহীনরা তাদের স্বপ্নের ঘর পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে ঐ জমির উপর পাকা ঘর নির্মান করে দেওয়া হচ্ছে আশ্রয়ন প্রকল্প ২ এর মাধ্যমে। ‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে ভেদরগঞ্জ উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ৩শ ৬০ পরিবারের জন্য প্রদত্ত খাস জমিতে এ গৃহনির্মাণের কাজ করছে উপজেলা প্রশাসন। দুই কক্ষবিশিষ্ট এসব আধা পাকা ঘরের প্রতিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলো ঘর সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব ঘরে। আগামী বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে এসব ঘর গৃহহীন ও ভূমিহীনদের বুঝিয়ে দেয়ার লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন।
ডিএমখালী ইউনিয়নের স্বামী পরিত্যাক্তা আসমা বেগম বলেন, দীর্ঘদিন যাবত আমার স্বামী মোতালেব আমাকে ফেলে অন্যত্র বিয়ে করে সংসার করছে। আমার কোন খোঁজ খবর নেয়না। ৯ বছরের এক ছেলে নিয়ে আমি অসহায় জীবন যাপন করছি। আমি আমার কোন জায়গা সম্পত্তিও নেই। থাকার ঘরও নেই। বাবার বাড়িতে কোন রকমে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার জন্য এই ঘরটি তৈরি করতেছে- তাই প্রতিদিনই ঘরটা দেখতে আসি আর শেখ হাসিনার জন্য দোয়া করি।
আরশি নগর ইউনিয়নের পারুল বেগম বলেন, আমার স্বামী মারা গেছে ১০/১২ বছর। আমার একটি মেয়ে আছে তাকে বিয়ে দিয়েছিলাম। স্বামী তাকেও ফেলে চলে গেছে। আমি মানুষের সাহায্য নিয়ে অন্যের বাড়িতে বসবাস করতাম। শেখ হাসিনা আমাকে এই ঘরটা দিয়েছে। উপজেলার স্যাররা আমার জন্য এ ঘরটা বানাইছে। আমি অনেক খুশি।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করছি। যেন অসহায় পরিবারগুলো দ্রুত সময়ের মধ্যে মাথা গোঁজার ঠাঁই পেতে পারে। আগামী বছরের শুরুতে প্রধানমন্ত্রীর আবাসন উপহার হিসেবে গৃহহীন ভূমিহীনদের মাঝেএ ঘরগুলো হস্তান্তরের কথা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীভ বলেন, ভেদরগঞ্জ উপজেলায় ৩শ ৬০টি ঘর বরাদ্দ পেয়েছি। এরমধ্যে ২শ ৫০টি ঘর নির্মাণ কাজ শুরু করেছি আমরা। ১৫ জানুয়ারির মধ্যে ১শ ৭০টি ঘরের কাজ শেষ করে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি বিতরণ করা হবে। জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় আমি নির্মাণকাজ তদারকি করছি।