1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

ব্রাজিলে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

ব্রাজিলে করোনা পরিস্থিতি আবারো ভয়াবহ হচ্ছে। প্রথমবারের মতো দেশটিতে একদিনেই দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে বেড়েছে সংক্রমণের হার। সবশেষ বুধবার ব্রাজিলে ২ হাজার ২৮৬ জন করোনায় মারা গেছেন। যা একদিনে দেশটিতে মৃত্যুর দিক দিয়ে রেকর্ড।

ওয়াল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় প্রাণহানির দিক দিয়ে ব্রাজিল বিশ্বে তৃতীয় অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭০ হাজার ৯১৭ জনের।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যেভাবে দেশটিতে করোনা সংক্রমণ হচ্ছে, তাতে মনে হচ্ছে অবস্থা আরও খারাপের দিকে যাবে। এ অবস্থার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে দুষছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

এদিকে রিও ডি জেনেইরো ভিত্তিক ইনস্টিটিউট ফিয়োক্রুজ বলেছে, ব্রাজিলে ২৭টি রাজ্যের ২৫টির রাজধানীতে ৮০ শতাংশের বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড খালি নেই। স্বাস্থ্য ব্যবস্থা চাপের মুখে।

সূত্র: বিবিসি

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব