1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

বিপৎসীমার ৩৭ সে.মি. ওপরে যমুনার পানি, দুর্ভোগ কমেনি বন্যার্তদের

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি আরো ২২ সেন্টিমিটার কমলেও আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে তা বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সময় যমুনা নদীর উজানে কাজিপুর পয়েন্টে ১৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে জেলার ভাটি এলাকা শাহজাদপুর উপজলার বাঘাবাড়ী নৌবন্দর পয়েন্টে ধীরগতিতে কমছে যমুনা নদীর পানি। সেখান গত ২৪ ঘণ্টায় মাত্র ৪ সেন্টিমিটার কমে পানি বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনা নদীর পানি কমলেও এখনো বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাদুর্গত এলাকা থেকে পানি নামতে শুরু না করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে ভোগান্তি কমেনি মানুষের। জেলার কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার অন্তত ৪০টি ইউনিয়নের এক লাখেরও বেশি মানুষ পানিবন্দি রয়েছে।

টানা ২২ দিন জ্বালানির অভাবে রান্না করা খাবার, শিশুখাদ্য, বিশুদ্ধ পানির সংকটে দুর্বিসহ হয়ে উঠেছে পানিবন্দি মানুষের জীবন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব