1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ১৫ মার্চ, ২০২১

রাজবাড়ী সদর উপজেলায় ১০ বছর বয়সী একটি কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে গত শনিবার রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এর পর অভিযুক্ত আবদুল গফুর সরদারকে গ্রেফতার করে রোববার আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

গ্রেফতার আব্দুল গফুর সরদার (৫৫) একই গ্রামের রাধাকান্তপরের মৃত একামুদ্দি সরদারের ছেলে।

রাজবাড়ী থানার মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্রী। শিশুটির বাবা রিকশাচালক ও মা পার্শ্ববর্তী ভবদিয়ার একটি কারখানার শ্রমিক।

গত ৭ মার্চ বিকালে বাবা-মা কাজের জন্য বাইরে থাকার সুযোগে বাড়িতে একা পেয়ে আব্দুল গফুর সরদার ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এর পর ধর্ষণের কথা কারও কাছে প্রকাশ না করার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়।

দুদিন পর অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। অবস্থা আরও খারাপ হওয়ায় শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৩ মার্চ রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হলে পুলিশ অভিযুক্ত আব্দুল গফুর সরদারকে গ্রেফতার করে।

রোববার আসামিকে আদালতে সোপর্দ করে পুলিশ। সেদিনই আদালত তাকে জেলহাজতে পাঠায়।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব