1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন

বার্সা ছাড়লে ভালোভাবেই ছাড়ব : লিওনেল মেসি

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

এই তো কিছুদিন আগেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। তবে তখনকার ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামেউ আইনী প্যাঁচে ফেলে এক মৌসুমের জন্য মেসিকে আটকান। তবে সমর্থকদের ক্ষোভের মুখে বার্তামেউ নিজের চাকরি বাঁচাতে পারেননি। এখন মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, মেসি কি চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন নাকি শৈশবের প্রিয় ক্লাবে থেকেই ক্যারিয়ার শেষ করবেন? আবার বার্সেলোনা ছাড়লে তিনি কোন ক্লাবে যাবেন?

একটি টেলিভিশন শোতে মেসিকে এসব প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে বেশ কৌশলের সঙ্গে মেসি জানান যে, ‘আমি জানি না যে বার্সা ছাড়ব কি না। তবে ছাড়লে সবচেয়ে ভালোভাবেই ছাড়তে চাই। কল্পনা করি, হয়তো একদিন এখানে (বার্সা) ফিরব, এই ক্লাবের সঙ্গে কাজ করব, সাহায্য করব। বার্সা যেকোনো খেলোয়াড়ের চেয়ে বড়, আমার চেয়ে বড় তো বটেই। আশা করি নতুন প্রেসিডেন্ট এসে গুরুত্বপূর্ণ সব শিরোপা জিততে সাহায্য করবেন।’

গত আগস্টে ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার ঘটনা নিয়ে স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘লা সেক্সতা’কে মেসি আরও বলেন, ‘আমি সবকিছুর জন্য দুঃখিত। সব সময় বলে এসেছি বার্সেলোনা আমার জীবন। সেই ১৩ বছর বয়স থেকে এখানে আছি। আর্জেন্টিনার চেয়ে বার্সেলোনায় বেশি সময় ধরে আছি। এখানে সবকিছু শিখেছি। এই ক্লাব আমাকে খেলোয়াড় বানিয়েছে। সত্য কথা হলো ভালো আছি। হ্যাঁ, এটাও সত্য যে গত মৌসুমে বাজে সময় কেটেছে। এরপর বুরোফ্যাক্স- সত্য হলো আমি–ই শুরুতে একটু জল ঘোলা করেছি। কিন্তু এখন ভালো আছি এবং সামনে সব শিরোপার জন্য জান দিয়ে লড়তে চাই।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব