1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

বাংলার ভাবী মৌসুমী, শুটিংয়ে যোগ দিলেন ওমর সানিও

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

করোনা মহামারির মধ্যে নাটকের শুটিংয়ের মাধ্যমে কাজে ফিরেছেন ঢাকাই ছবির ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা মৌসুমী। এবার ফিরলেন সিনেমায়ও। সঙ্গে ওমর সানী।

সিনেমার পাশাপাশি ব্যক্তি জীবনেও সফল এই জুটি শুরু করেছেন ‘বাংলার ভাবী’ নামে একটি সিনেমার শুটিং। গাজীপুরের হোতা পাড়ায় ছবির শুটিং চলছে। এখানে দুদিনের শুটিং করে প্রথম লটের কাজ শেষ হবে।

‘বাংলার ভাবী’ সিনেমাটি পরিচালনা করছেন নৃত্য পরিচালক সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে ওমর সানি আজ ৯ জানুয়ারি জাগো নিউজকে বলেন, ‘অনেক দিন পর আমি ও মৌসুমী একসঙ্গে সিনেমায় কাজ করছি। ভালো লাগছে। বেশ মজার একটি চিত্রনাট্য। আমাদের পাশাপাশি এখানে একটি নতুন জুটিকেও দেখতে পাবেন দর্শক।’

শোনা যাচ্ছে মৌসুমী এ সিনেমাটি পরিচালনা করছেন। বিষয়টি সত্য নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি গুজব। মৌসুমী কোনো ছবি পরিচালনা করছে না আপাতত। ছবিটি নির্মাণ করছে আমাদেরই প্রিয় নৃত্য পরিচালক সাইফুল। মৌসুমী এখানে ভাবির চরিত্রে অভিনয় করছে। আমি আছি তার বিপরীতে।’

শিগগিরই এ ছবির নির্মাণকাজ শেষ করে চলতি বছরেই এটি মুক্তি দেয়া হবে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব