1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ফাইনালে ওঠার লড়াই

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে নারী ক্রিকেটে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠার লড়াইয়ে আগামীকাল বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সবুজ দল ও বাংলাদেশ লাল দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নীল দল। বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দলের বিপক্ষে জয় দুটি ম্যাচেই তারা জয় পেয়েছে।

প্রথম ম্যাচে সালমা খাতুনের নেতৃত্বাধীন নীল দল ১০ উইকেটে হারায় লাল দলকে। ঐ ম্যাচে নীল দলের পক্ষে ১৪ রানে ৬ উইকেট পান ফারিহা তৃষ্ণা। পরের ম্যাচে সবুজ দলকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ নীল দল। মৌমিতা হেনার ঘূর্ণিতে কুপোকাত হয় সবুজ দল।টানা দুই জয়ে তিন দলের টুর্নামেন্টে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নীল দল। মূল আসর শুরুর আগেই নারীদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছে। কারণ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশ নারী দলের।

আগামী ২৮ মার্চ বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। পহেলা এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ গেমসের মূল আসর। নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায়, সবুজ ও লাল দলের পরের ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে রুপ নিয়েছে। কালকের ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে নীল দলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব