1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

ফেসবুক আইডি হ্যাক করে কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর প্রচার

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

দেশের একজন কণ্ঠশিল্পীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে, মৃত্যুর খবর ছড়িয়ে দেয় হ্যাকার। অনাকঙ্ক্ষিত এই খবরে ওই শিল্পীর ভক্ত ও কাছের মানুষ হতবাক হয়ে যান। সন্ধ্যায় ওই কণ্ঠশিল্পী ফেসবুক ফিরে সকলে আস্বস্ত করলে বিষয়টি পরিস্কার হয়।

মোমিন বিশ্বাস, প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শীষ্য হিসেবে পরিচিত। এন্ড্রু কিশোরের অসুস্থতার সময় গণমাধ্যম ও কাছের মানুষের সঙ্গে এন্ড্রু কিশোরের যোগাযোগসূত্র ছিলেন মোমিন বিশ্বাস। মোমিন বিশ্বাস নিজেও একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী।

বৃহস্পতিবার সকালে মোমিন বিশ্বাসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়া হয়, ‘মোমিন বিশ্বাস হার্ট অ্যাটাক করে মারা গেছেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।’

এরপর ভক্ত শ্রোতা, শুভাকাঙ্ক্ষী, সহশিল্পীরা বিষয়টি অবাক হন এবং নানাভাবেই খবর নেওয়ার চেষ্টা করেন। এদিন সন্ধ্যায় মোমিন বিশ্বাস নিজেই একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি পরিস্কার করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি! মাঝরাতে আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল,এরপর হ্যাকাররা আমার মৃত্যুর গুজবে সবাইকে বিভ্রান্ত করে!’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব