1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

প্রথম দিনটা স্বস্তিতেই কাটল ভারতের

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

অ্যাডিলেডের দুঃসহ স্মৃতি মেলবোর্নে মুছে ফেলতে বদ্ধপরিকর ভারত। বক্সিং ডে টেস্টের প্রথম দিনটাতে সে দিক থেকে বলতে গেলে সফলই রাহানে শিবির। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে অনেকটাই স্বস্তিতে টিম ইন্ডিয়া।

আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ১৯৫ রানের মধ্যে আটকে রাখতে পেরেছে ভারত। দিনের বাকি সময়টাতে ব্যাট করতে নেমে ভারত করেছে ১ উইকেটে ৩৬ রান। ৩৬ সংখ্যাটাই ভারতের কাছে পীড়াদায়ক। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল কোহলিরা। সেই তুলনায় মেলবোর্নে আপাতত অনেকটাই উজ্জীবিত দেখাচ্ছে ভারতকে।

প্রথম দিনের শেষ বেলায় ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৬ রান। কিন্তু ইনিংসের শুরুটা ছিল রীতিমতো ভয়াবহ। আতঙ্ক ছড়িয়েছিলেন অজি পেসার মিশেল স্টার্ক। প্রথম ওভারের ষষ্ঠ বলেই মায়াঙ্ক আগারওয়ালকে বিদায় করেন তিনি। ৬ বলে শূন্য রান আগারওয়ালের।

আতঙ্ক ভর করছিল ভারত শিবিরে। না জানি প্রথম টেস্টের মতো এবারো অঘটন ঘটে। তবে দিন শেষ তা ঘটতে দেননি অভিষিক্ত সুবমান গিল ও চেতশ্বর পূজারা। অজি পেসারদের চোখে চোখ রেখে ৩৮ বলে ২৮ রানে অপরাজিত আছেন গিল। ২৩ বলে সাত রানে অপরাজিত পূজারা। ১৫৯ রানে পিছিয়ে ভারত।
এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। ৩৮ রানের মধ্যে দলটি হারায় তিন উইকেট। একে একে বিদায় নেন জো বার্নস (০), ম্যাথু ওয়েড (৩০) ও স্টিভেন স্মিথ (০)।

দলের প্রাথমিক বিপযয় সামাল দেন লাবুশানে ও ট্রাভিস হেড। এই জুটি দলকে নিয়ে যান ১২৪ রান অবধি। হেডকে অধিনায়ক রাহানের ক্যাচ বানান বুমরাহ। ৯২ বলে ৩৮ রানে ফেরেন হেড। দলীয় স্কোরে ১০ রান যোগ হওয়ার পর টেস্টে অভিষেকে নিজের প্রথম উইকেট পান হায়দরাবাদের অদম্য পেসার মোহাম্মদ সিরাজ। সিরাজের বলে লাবুশানে ক্যাচ দেন আরেক অভিষিক্ত সুবমান গিলের হাতে। সাদা পোশাকে প্রথম উইকেট প্রাপ্তির আনন্দে মাতেন সিরাজ।

১৩২ বলে ৪৮ রান করে ফেরেন লাবুশানে। এরপর অবশ্য ধারাবাহিক বিরতিতে উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার। শেষ অবধি স্বাগতিকদের ইনিংস শেষ হয় ৭২.৩ ওভারে ১৯৫ রানে। ক্যামেরুন গ্রিন ১২, অধিনায়ক টিম পেইন ১৩, নাথান লিওন ২০ রান করেন।

বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার জসপ্রিত বুমরাহ। তিন উইকেট নেন স্পিনার অশ্বিন। ১৫ ওভারে ৪ মেডেনে ৪০ রানে দুটি উইকেট নেন অভিষেক ম্যাচ খেলতে নামা সিরাজ। বাকি একটি উইকেট পান রবীন্দ্র জাদেজা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব