1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শুক্রবার, ১৪ জুন ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

প্রতি সিনেমার জন্য কত নেন অভিনেত্রী সামান্থা?

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। গুণশেখর পরিচালিত ‘শকুন্তলম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ খবর জানিয়েছে, ভারতের তেলেগু দৈনিক সাক্ষী পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, আলোচিত ওই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি আর মালয়ালাম অভিনেতা দেব মোহন অভিনয় করবেন রাজা দুষ্মন্তের চরিত্রে। সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় থাকবে নারী এবং গল্প আবর্তিত হবে সেই নারীকে ঘিরে।

খবরে আরও বলা হয়, সাধারণত প্রতি সিনেমার জন্য সামান্থা পারিশ্রমিক নেন দেড় কোটি রুপি। যদি এ গুঞ্জন সত্য হয়, তবে ‘শকুন্তলম’ সিনেমার জন্য দ্বিগুণ সম্মানী নিচ্ছেন সামান্থা।
অর্থাৎ, এ সিনেমার জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন সামান্থা আক্কিনেনি।

অভিনেত্রী সামান্থার সর্বশেষ সিনেমা ছিল ‘জানু’। গত বছর ওই সিনেমাটি মুক্তি পেয়েছিল। যা ছিল তামিল হিট ‘৯৬’-এর রিমেক। বক্স অফিসে এ সিনেমা বেশ ভালো ব্যবসা করেছে। সামান্থার পরবর্তী সিনেমা ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। এটিই তার ওয়েব সিরিজে প্রথম অভিনীত কোনো সিনেমা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব