1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

প্রতিবেদন উঠিয়ে নিতে আল জাজিরাকে চিঠি, দেশ থেকে বন্ধ হচ্ছে না

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

আদালত আল জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ এর সব ধরনের লিংক বন্ধ করার নির্দেশ দিলেও তা করা হচ্ছে না৷ কারণ এটি করার চেষ্টা করলে ইউটিউবসহ অন্য সব ধরনের লিংক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে৷

তাই আল জাজিরাকেই লিংক বন্ধ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)৷

এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বুধবার ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ সব ধরনের প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়৷ কিন্তু এই নির্দেশ বাংলাদেশ থেকে কার্যকর সম্ভব নয় বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার৷ তার মতে, ‘‘এটা এখান থেকে করা অসম্ভব৷ করলে বিপর্যয় হবে৷’’

তিনি বলেন, ‘‘আমরা এখান থেকে লিংক বন্ধ করতে পারি৷ সেই প্রযুক্তি আমাদের কাছে আছে৷ কিন্তু এটা করতে গেলে সব ধরনের লিংকই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে৷ অতীতে ফেসবুকের একটি লিংক বন্ধ করতে গিয়ে এই অভিজ্ঞতা আমাদের হয়েছে৷ তাই আমরা বুধবার রাতেই আল জাজিরাকে তাদের দিক থেকে লিংক বন্ধ করার অনুরোধ জানিয়েছি৷’’

মেইলে পাঠানো এই অনুরোধের জবাব বৃহস্পতিবার পর্যন্ত বিটিআরসি পায়নি৷ জবাব পেতে সময় লাগবে বলে বিটিআরসির চেয়ারম্যান জানান৷ তিনি বলেন, ‘‘তারাও তো একটা

তিনি জানান, হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তার সার্টিফায়েড কপি পাওয়া গেছে৷ তারা ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ সব ধরনের প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন৷

তার মতে, আর বাংলাদেশ থেকে বন্ধ করা হলেও তো সারাবিশ্বের মানুষ দেখতে পাবেন৷ তাতে তো কোনো লাভ হবে না৷ তাই এটা আল জাজিরার মাধ্যমেই বন্ধ করতে হবে৷ বিষয়টি সরকারও জানে৷ আর হাইকোর্টকেও পুরো পদ্ধতি জানানো হবে বলে তিনি জানান৷

এ প্রসঙ্গে তথ্য প্রযুক্তিবিদ তানভির হাসান জোহা বলেন, ‘‘গেটওয়ে থেকে বন্ধ করে দিলে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমই বাংলাদেশে সংকটে পড়বে৷ আর সিঙ্গেল লিংক বন্ধ করতে হলে হাজার হাজার লিংক বন্ধ করতে হবে৷ কারণ বহু মানুষ বিভিন্ন মাধ্যমে শেয়ার করেছেন৷ সেইসব লিংক আলাদা আলাদাভাবে বন্ধ করা একটা অসম্ভব কাজ৷

আর ওয়েবে বন্ধ করা হলেও যারা বাংলাদেশে অ্যাপ ব্যবহার করেন তারা ঠিকই দেখতে পাবেন৷ আল জাজিরা ইউটিউবসহ যেসব মাধ্যমে প্রথম শেয়ার করেছে তা সরালে বন্ধ হবে৷ কিন্তু বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান তো ডাউনলোড করে স্বতন্ত্রভাবে আপ করেছে৷ তা বন্ধ হবে কীভাবে?’’

এদিকে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করার জন্য বিটিআরসিকে দায়িত্ব দেয়ার প্রস্তাব করা হয়েছে৷ মন্ত্রিপরিষদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘‘আমরা নিয়ন্ত্রণ করতে চাই না৷ কিন্তু আইনের আওতায় থাকা দরকার৷ অবাধ তথ্য প্রবাহের কারণে জাতীয়ভাবে সমাজ বিভ্রান্তিতে পড়ে৷ মানবতাবিরোধী, সমাজবিরোধী বক্তব্য নিয়ন্ত্রণ করা জরুরি৷’’

কিন্তু বিটিআরসির চেয়ারম্যন জানান, তারা নিয়ন্ত্রণ এবং মনিটরিং-এর দুটি কাজই করেন৷ নতুন করে দায়িত্ব দেয়ার কথা কেন তারা বলছেন তা তারাই বলতে পারেন৷

বাংলাদেশে এর বাইরে ন্যাশনাল টেলিকম্যুনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং-এর কাজ করে, এর সঙ্গে আছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট৷ তারপরও কেন মনিটরিং-এর প্রশ্ন উঠছে? তানভীর জোহা মনে করেন, ‘‘আল জাজিরার ঘটনার পর এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে৷ আর সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের চাপে রাখতে বা ভয় দেখাতে এটা বলা হচ্ছে৷ আর আমি যতদূর জানি অনেক যন্ত্রপাতি কেনা হলেও সেগুলো কাজে আসছে না৷’’

বিটিআরসির চেয়ারম্যান জানান, সরকারের অনেক সংস্থা এটা মনিটরিং করে৷ তাদের কাছ থেকে তারা নিয়মিত বিভিন্ন ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ পান৷

বাংলাদেশ থেকে ফেসবুকের কাছেও তথ্য চাওয়া হয়৷ ২০২০ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ ফেসবুকের কাছে ৩৭১ টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে৷ শতকরা ৪৪ ভাগ ক্ষেত্রে ফেসবুক সাড়া দিয়েছে৷

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব