1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

পশ্চিম মেদিনীপুরের পীর কাটার মোড়ে, বাস ও মারুতি ধাক্কায় দুইজনের মৃত্যু ।।

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
র্ঘটনা স্থলে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা। সংগৃহত ছবিঃ- সমরেশ রায়, দৈনিক দেশবাণী, কলকাতা
র্ঘটনা স্থলে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা। সংগৃহত ছবিঃ- সমরেশ রায়, দৈনিক দেশবাণী, কলকাতা

৯ই জানুয়ারী বুধবার, সকাল ১১:৩০ টা থেকে বারোটা মধ্যে, পশ্চিম মেদিনীপুরের লালগড়ের অন্তর্গত, পীরাকাটা মোড়ে, একটি যাত্রীবাহী বাসের সহিত মারুতির মুখোমুখি ধাক্কা লাগে এবং দুজনের মৃত্যু হয় ।

ধাক্কার ফলে হঠাৎ মারুতিতে আগুন লেগে যায়। এসময় মারুতিটি সম্পূর্ণ বসিভূত, স্থানীয় বাসিন্দারা র্ঘটনা স্থলে উপস্থিত যাত্রীরা সাথে সাথে থানায় ও ফায়ার ব্রিগেডে খবর দেয়। খবর পেয়ে র্ঘটনা স্থলে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মারুতিটি সম্পন্ন পুরে ছাই হয়ে যায়।

খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশও। এদিকে ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্তলে স্থানীয় থানার ভারপ্রাপ্ত অফিসার তদন্ত করেন।

আগুনে পুড়ে গাড়িটি পুরোপুরি ছাই হয়ে গেছে ।সংগৃহত ছবিঃ- সমরেশ রায়, 
দৈনিক দেশবাণী,
 কলকাতা

আগুনে পুড়ে গাড়িটি পুরোপুরি ছাই হয়ে গেছে ।
সংগৃহত ছবিঃ- সমরেশ রায়,
দৈনিক দেশবাণী,
কলকাতা

গাড়িতে কিভাবে আগুন লাগলো, তা এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের অনুমান খুব সম্ভবত পেট্রোল ট্যাঙ্ক ফেটে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা এবং গাড়িটি বস্তীভূত। প্রত্যক্ষদর্শীরা জানালেন, এক দিক থেকে বাস ও অন্য দিক থেকে মারুতি আশায় সরাসরি ধাক্কা লাগে, সাথে সাথেই ঘটনস্থলে দুজনের মৃত্যু ঘটে, বাসটিরও ক্ষতি হয়।

এদিকে মরা-দেহ দুটির এখনো সনাক্ত করা যায়নি। পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করছেন। এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভানোর চেষ্টা করেও কোন লাভ হয়নি। গাড়িটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব