জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরির পরামর্শ অনুসারে নিউজিল্যান্ডের কন্ডিশনে সাফল্য পেতে বোলিংয়ে বৈচিত্র্য আনা গুরুত্বপূর্ণ বলে জানালেন বাংলাদেশের অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। মিরাজ জানান, নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করার জন্য বেশ কিছু কৌশল শিখিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার ভেট্টরি। তাছাড়া তার নিজ দেশের উইকেট সর্ম্পকে অনেক বেশি ধারণাও আছে।
মিরাজ বিশ্বাস করেন, ম্যাচে যদি ভেট্টরির দেয়া টিপস প্রয়োগ করা যায়, তবে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেরিত একটি ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘গত এক সপ্তাহ ধরে আমি ভেট্টরির সাথে বৈচিত্র্য নিয়ে কাজ করছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করার জন্য তিনি আমাকে বেশ কিছু টিপস দিয়েছে। তার পরামর্শ প্রস্তুতি ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘ভেট্টরি আমাকে বলেছেন, এখানে বৈচিত্র্যই প্রধান অস্ত্র। লাইন-লেন্থ বজায় রাখার পাশাপাশি, বলের গতি বাড়াতে ও কমাতেও হবে। আমি আরও মনে করি, যদি আমি কোনও পরিবর্তন আনতে পারি এবং লাইন এবং লেন্থ বজায় রাখতে পারি তবে আমি কোনও উইকেট না পেলে, অন্ততপক্ষে রান আটকাতে পারবো। নিউজিল্যান্ডে একজন স্পিনারের জন্য রান আটকে রাখা অনেক বড় বিষয়।’
আজ কুইন্সটাউন হওয়া নিজেদের মধ্যে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে কোন উইকেট পাননি মিরাজ। তবে ব্যাট হাতে ৫০ রানের ইনিংস খেলেছেন। মিরাজ বলেন, ‘সকালে আবহাওয়া মেঘলা ছিল, তাই পেসাররা কিছুটা সহায়তা পেয়েছে। আমাদের পেসাররা ভাল বোলিং করেছে এবং ভাল লাইন-লেন্থ বজায় রেখেছে। সঠিক লাইনে বল করে রুবেল ভাই চারটি উইকেট নিয়েছেন। সাইফইদ্দন ও শরিফুলও সঠিক লাইনে বল করেছেন। আমি ব্যক্তিগতভাবেও সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছি।’