1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

নদীতে মিলল ৪৩ বছর আগে নিখোঁজ নারীর দেহাবশেষ

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ৮ আগস্ট, ২০২১

নদীতে ডুবে যাওয়া একটি গাড়ি থেকে ৪৩ বছর আগে নিখোঁজ এক নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের কানেক্টিকাট নদী থেকে ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয় বলে রোববার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই গাড়ির মালিক ১৯৭৮ সালে নিখোঁজ আলবার্টা লিম্যান নামে এক নারী। আলবার্টা ওই বছরের ২৫ জুলাই নিখোঁজ হন। সে সময় তার বয়স ছিল ৬৩ বছর।

কয়েক দশক ধরে গাড়িটি পানির নিচে ছিল বলে ধারণা করছে পুলিশ। ডুবুরিরা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে গাড়িটি উদ্ধার করেছে বলে নিউ হ্যাম্পশায়ার স্টেট পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে।

পুলিশ আরও জানান, পানির ১৪ ফুট নিচে গাড়িটি উল্টে ছিল। গাড়ির অর্ধেক অংশ নদীর নিচের কাদার মধ্যে ছিল বলে জানা গেছে।

গাড়িটি কীভাবে নদীর নিচে গেল সে ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব