1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

ধুনটে জমির দখল নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

বগুড়ার ধুনট উপজেলায় জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের মওলা বক্স (৫৫) নামের আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের গোলাম মুর্তুজার সঙ্গে মওলা বক্সের দীর্ঘদিন ধরে ৯৩ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিস–বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

এ অবস্থায় ১ জানুয়ারি সকাল নয়টার দিকে মওলা বক্স তাঁর লোকজন নিয়ে বিবদমান ওই জমিতে হালচাষ করতে যান। খবর পেয়ে গোলাম মুর্তুজা তাঁর লোকজন নিয়ে বাধা দিতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মওলা বক্সসহ উভয় পক্ষের আটজন আহত হন। তাঁদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মওলা বক্সের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তিনি মারা যান। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ ১ জানুয়ারি রাতেই ধুনট থানায় পাল্টাপাল্টি মামলা করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, জমির দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত মওলা বক্স চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্ত করে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব