মঙ্গলবার দুপুরে রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে এই মিছিল শুরু করেন তারা। মিছিলটি দয়াগঞ্জ এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে নানাবিধ শ্লোগান দেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে গত শনিবার বিএনপির দুই দিন ব্যাপী কালো পতাকা মিছিলের শেষ দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্তমান সংসদ বাতিলের দাবিতে সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে কালো পতাকা মিছিল কর্মসুচির ঘোষণা করা হয়।