রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কার্গোঘাট এলাকায় নিমাই হালদারের জালে দুটি বিশাল আইড় মাছ ধরা পড়ে।
শুক্রবার ভোরে পদ্মা নদীতে ১৭ কেজি ১শ’ গ্রাম ওজনের দুটি আইড় মাছ তার জালে ধরা পড়ে।
পরে দৌলতদিয়ার মৎস্য আড়তে আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান ও নুর ইসলাম মাছ দুটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৫শ’ টাকা কেজি দরে ২৫ হাজার ৬৫০ টাকায় কিনে নেন।
ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, মাছ দুটি কিছু লাভে বিক্রির উদ্দেশ্যে আমরা কিনেছি।