1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

জনতা ব্যাংকে এমডি ও অগ্রণী ব্যাংকে চেয়ারম্যানের পুনর্নিয়োগ

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন আব্দুছ ছালাম আজাদ। এদিকে অগ্রণী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. জায়েদ বখতকে আবারও ব্যাংকটিতে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আব্দুছ ছালামকে নিয়োগ দেওয়া সেই প্রজ্ঞাপন মঙ্গলবার (৮ ডিসেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদকে জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৩ সালের ২৯ এপ্রিল তার ৬৫ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। সোমবার (৭ ডিসেম্বর) তার এই পুনর্নিয়োগ অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এমডি হিসেবে প্রথম দফায় তিন বছরের জন্য তিনি ব্যাংকটিতে যোগ দেন ২০১৭ সালের ডিসেম্বর। নতুন করে আরও তিন বছরের জন্য দায়িত্ব পেলেন তিনি। গত ৩ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়।

প্রসঙ্গত, জনতা ব্যাংকেই কর্মজীবন শুরু হয় আব্দুছ ছালামের। মহাব্যবস্থাপক পদ থেকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেলে তাকে বদলি করা হয় কৃষি ব্যাংকে। এরপর উপব্যবস্থাপনা পরিচালক পদেই তিনি ফিরে আসেন জনতা ব্যাংকে। সেখান থেকেই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হন।

এদিকে অগ্রণী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. জায়েদ বখতকে আবারও ব্যাংকটিতে চেয়ারম্যান নিয়োগের ব্যবস্থা করতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকটির এমডি বরাবর চিঠি দিয়েছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়োগ দেবে তার চেয়ারম্যান। তার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র নিতে হবে।

ড. জায়েদ বখত ২০১৪ সাল থেকে তিন বছর করে দুই দফায় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবারেরটিসহ তিনি তিন দফায় ৯ বছরের জন্য চেয়ারম্যান হচ্ছেন। রাষ্ট্রমালিকানাধীন কোনও ব্যাংকের চেয়ারম্যান পদে টানা ৯ বছর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখতকে প্রথমবারের মতো ২০১৪ সালের নভেম্বরে ব্যাংকটিতে চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব