1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

ছোট বোনকে নিয়ে ক্যাটরিনার দুশ্চিন্তা দূর হচ্ছে

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

সৌন্দর্যে বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে রীতিমতো টক্কর দেন তাঁর ছোট বোন ইজাবেল কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো রাজত্ব করেন বলিউডের এই নবাগত নায়িকা। দীর্ঘদিন ধরে বলিউডে তাঁর অভিষেক নিয়ে নানান গুঞ্জন চলছিল। অবশেষে ইজাবেল বলিউডে তাঁর ইনিংস শুরু করতে চলেছেন।

বোন ইজাবেলের অভিষেক নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ক্যাটরিনা। অবশেষে আদরের ছোট বোনকে নিয়ে তাঁর সেই দুশ্চিন্তা ঘুচতে চলেছে। ‘সুস্বাগতম খুশামদীদ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে তাঁর। আর তাঁর নায়ক বলিউড তারকা পুলকিত সম্রাট। জানা গেছে, এই ছবিতে ইজাবেলকে আগ্রার ‘নূর’ নামের এক তরুণীর চরিত্রে দেখা যাবে। আর পুলকিত দিল্লির ‘আমান’ নামের এক তরুণের চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি ইজাবেল আর পুলকিত এই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সালাম, শিগগিরই সাক্ষাৎ হবে আপনাদের সঙ্গে। ‘সুস্বাগতম খুশামদীদ’-এর ফার্স্ট লুক শেয়ার করতে পেরে খুব আনন্দ হচ্ছে।’ ছবিতে ইজাবেল আর পুলকিতকে একসঙ্গে দেখা যাচ্ছে। কালো আর সোনালি রঙের লেহেঙ্গায় ইজাবেল সবার নজর কেড়েছেন। যে দুটো ছবি শেয়ার করেছেন ইজাবেল, দুটোই ছবির একটা গানের দৃশ্য থেকে নেওয়া।

এদিকে পুলকিত ইজাবেলের নিষ্পাপ সৌন্দর্যে রীতিমতো মুগ্ধ। এই নবাগত নায়িকার সঙ্গে তাঁর রসায়নও দুর্দান্ত বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস পর্দায় আমাদের রসায়ন দারুণ লাগবে। সেটে উপস্থিত সবাই বলেন, আমরা একসঙ্গে ঝড় তুলি।’

পুলকিতের কণ্ঠে ইজাবেলকে নিয়ে আরও একরাশ প্রশংসা ঝরে পড়ে, ‘ইজাবেল সেটে এলে নতুন প্রাণশক্তির সঞ্চার হয়। ও অত্যন্ত পরিশ্রমী। আর এই এনার্জি সেটের সবাইকে প্রভাবিত করে। ওর মধ্যে অদ্ভুত এক সরলতা আছে। ও আমাকে মুগ্ধ করেছে।’

‘সুস্বাগতম খুশামদীদ’ ছবিটি পরিচালনা করছেন ধীরজ কুমার। মুম্বাইয়ে ছবির শুটিং চলছে। তা ছাড়া বড় বোন ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব