1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Md. Murad Hossain : Md. Murad Hossain
  3. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ০২ মার্চ ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবর

খুমেকে ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৯ জুন, ২০২১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ওই সাতজনের মৃত্যু হয়। মৃতরা সবাই কোভিড-১৯ পজিটিভ ছিলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার বলেন, করোনায় মৃত সাতজনের মধ্যে তিনজনের বাড়ি খুলনায়। বাকিদের মধ্যে দুজনের বাড়ি বাগেরহাটে, একজনের বাড়ি যশোর ও একজনের ঝিনাইদহে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে ১২৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৮১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
Theme Customized BY LatestNews