আপাতত স্থিতিশীল অবস্থায় আছেন দিলীপ কুমার। তবে এখনো আইসিইউতে। শ্বাসকষ্ট হওয়ার কারণে গত মঙ্গলবার থেকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে তার করোনার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।নিউমোনিয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছে তার।
কিংবদন্তি অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ফয়জল ফারুকি জানিয়েছেন, এই বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি, ৯৮ বছর বয়সী একজন মানুষের জন্য যা ভীষণই প্রয়োজন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দু’একদিনের মধ্যেই এই প্রবীণ অভিনেতা বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অভিনেতার সুস্বাস্থ্যের কামনা করার জন্য অনুরাগীদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়েছেন দিলীপ কুমারের পরিবার।
একই ধরণের শারীরিক অসুস্থতার কারণে জুন মাসে প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা গেছিল দিলীপ কুমারের ২টি ফুসফুসেই পানি জমে রয়েছে। যদিও করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল অভিনেতার। গত মাসের দুই বার শ্বাসকষ্টের জন্য দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়।