স্টাফ রিপোর্টার: ওয়ান্ডারার্স ক্লাবের গঠনতন্ত, অডিট রিপোর্ট ও কার্যনির্বাহী কমিটির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহী উদ্দিন শামীমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামি পক্ষে শুনানি করেন এডভোকেট মো. কামরুল ইসলাম । অপরদিকে, দুদকের পক্ষে মো. খুরশিদ আলম খান এবং রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি । পরে একেএম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, ক্যাসিনো মামলার আসামি ওয়ান্ডারার্স ক্লাবের সেক্রেটারি জয় গোপাল সরকারের ছয় মামলার ছয়টি আবেদনের উপর জামিন ইস্যুতে আদালত আসামিপক্ষ ও রাষ্ট্র পক্ষের শুনানি ইছে। আগামীকাল দুদকের পক্ষে মো. খুরশিদ আলম খানের সাবমিশন শুনবেন। কোর্ট আজকের শুনানিতে আসামি পক্ষের কাছে ওয়ান্ডারার্স ক্লাবের গঠনতন্ত্র, কার্যনির্বাহী কমিটির তালিকা ও অডিট রিপোর্ট দাখিল করতে বলেছেন। আগামীকাল সেই বিষয়েও শুনানি হবে।