1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

‘এ বুক ফর স্পিনিং সলিউশন’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়ায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ‘এ বুক ফর স্পিনিং সলিউশন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার দুপুরে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বইয়ের মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যমুনা টায়ার অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ইবনে আবু বকর, মহাব্যবস্থাপক প্রশাসন সফিকুর রহমান, বইয়ের লেখক যমুনা স্পিনিং মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী বাহার উদ্দীন টিটু, হুরাইন হাইটেক ফেব্রিকস লিমিটেডের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক কামাল হোসেন, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আব্দুল হাকিম, সৈয়দ মশকুর আলী প্রমুখ।

মোড়ক উন্মোচনকালে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বইটি স্পিনিং সম্পর্কে আগ্রহীদের জন্য উপকারে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশে টেক্সটাইল সেক্টরের ওপর বই নেই বললেই চলে। এ পরিপ্রেক্ষিতে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বইটি রচিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষানবিশ চাকরিজীবীরা বিশেষভাবে উপকৃত হবেন।

বইটি প্রকাশিত হয় যমুনা গ্রুপ ও অঙ্গপ্রতিষ্ঠান হুরাইন হাইটেক ফেব্রিকস লিমিটেডের সৌজন্যে। বইটি উৎসর্গ করা হয়েছে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায়।

এ ব্যাপারে লেখক প্রকৌশলী বাহার উদ্দীন টিটু বলেন, প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম জীবদ্দশায় টেক্সটাইল তথা দেশের শিল্পোন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তা অবিস্মরণীয়। তার মৃত্যুর পরও যমুনা গ্রুপ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্যই বইটি তাকে উৎসর্গ করা হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব