1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

এবার বাড়ি থেকে চুরি হল ২৩ দিনের শিশু

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ৬ মার্চ, ২০২১

এবার সিরাজগঞ্জের কামারখন্দে একটি বাড়ি থেকেই চুরি হয়েছে কাওসার নামে ২৩ দিন বয়সী এক শিশু। আজ শনিবার দুপুরে উপজেলার জামতৈল ইউনিয়নের বারাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে শিশুটি চুরি হয়ে যায়। নিখোঁজ শিশুর বাবার নাম শহিদুল ইসলাম।

শিশুটির মা ফরিদা খাতুন জানান, দুপুর ১২টার দিকে শিশু সন্তানকে নিজ ঘরে রেখে বাড়ির পেছনে গাছের পাতা পরিষ্কার করছিলেন। বেশ কিছুক্ষণ পর ঘরে ঢুকে তিনি শিশু সন্তানকে দেখতে না পেয়ে আশপাশের খোঁজ নিতে থাকেন। সন্তানকে কোথাও না পেয়ে ফরিদা কান্নাকাটি শুরু করেন। তিনি জানান, কয়েকজন প্রতিবেশী বলেছে বোরকা পড়া এক নারীকে শিশু কোলে নিয়ে যেতে দেখেছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হুদা জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। শিশুটি কিভাবে নিখোঁজ হলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল থেকে ২৩ দিনের শিশু মাহিম ও ২৭ ফেব্রুয়ারি সলঙ্গা থানার সাকাওয়াত এইচ মেমোরিয়ার হাসপাতাল থেকে জন্মের ৬ ঘণ্টা পর শিশু সামিউল চুরি হয়।

পরে পুলিশ সলঙ্গা থানার আলোকদিয়া গ্রাম থেকে শিশু ফাহিমকে মৃত ও শিশু সামিউলকে জীবিত উদ্ধার করে এবং ৭ জনকে আটক করেছিল।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব