লা লিগার ম্যাচে আগামীকাল (সোমবার) এইবারের বিপক্ষে বার্সেলোনার হয়ে খেলবেন না লিওনেল মেসি। কারণ, তিনি এখন আর্জেন্টিনায় রয়েছেন। বার্সেলোনা কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত ছুটি মঞ্জুর করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জানুয়ারি হুয়েস্কার বিপক্ষে খেলতে দেখা যাবে মেসিকে। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা।
গত ২২ ডিসেম্বর রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। ওই জয়ের পর প্রাইভেট বিমানে করে আর্জেন্টিনার নিজ শহর রোজারিওতে যান মেসি।
মেসির ছুটিতে যাওয়ার বিষয়ে শুরুর দিকে কোনো মন্তব্য করেনি বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অধিনায়ককে বেশি সময় বিশ্রাম দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা।
চলতি মৌসুমে বার্সেলোনা সব প্রতিযোগিতায় এখন পর্যন্ত ২০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৭ ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি। এই মৌসুমে এখন পর্যন্ত ১০ গোল করে বার্সেলোনার সর্বোচ্চ স্কোরার মেসি। গোল ও অ্যাসিস্টের বিবেচনায় ১৩ মৌসুমে এবারই সবচেয়ে খারাপভাবে মৌসুম শুরু করেছেন মেসি।
মেসি বার্সেলোনায় এখন তার চুক্তির শেষ বছর বছর পার করছেন। ইচ্ছা করলে এই বছর শেষে তিনি বার্সেলোনা ক্লাব ছাড়তে পারবেন।