1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

উড়ন্ত বিমান থেকে ছিটকে পড়ল ইঞ্জিনের অংশ (ভিডিও)

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

উড্ডয়নের পর বিকল হয়ে যুক্তরাষ্ট্রের একটি আবাসিক এলাকার ওপর পড়েছে বোয়িং জেট বিমানের ইঞ্জিনের কয়েক টুকরা অংশ। বাকি একটি ইঞ্জিন সচল থাকায় ২৩১ যাত্রী ও ১০ জন আরোহী নিয়ে নিরাপদে ডেনভার বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে বোয়িং ৭৭৭ বিমানটি।

বিবিসি জানিয়েছে, ডেনভারের কাছে একটি আবাসিক এলাকার বাগানে ইঞ্জিনটির কয়েকটি টুকরা পড়লেও এতে কেউ হতাহত হয়নি।

একটি বাড়ির বাগানের ওপর ভেঙে পড়া ইঞ্জিনের কেসিংয়ের ছবি অনলাইনে পোস্ট করেছে ব্রুমফিল্ড পুলিশ।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, হনলুলুগামী ইউনাইটেড এয়ারলাইন্সের ৩২৮ ফ্লাইটের বিমানটির ডান দিকের ইঞ্জিন উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিকল হয়ে যায়। উড্ডয়নের কিছুক্ষণের পরই যাত্রীরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পায়। একটি ইঞ্জিন বিকল হয়ে পড়লেও ২৩১ জন যাত্রী ও ১০ জন ক্রু নিয়ে বিমানটি নিরাপদে ডেনভার বিমানবন্দরে ফিরে আসতে সক্ষম হয়।

বিমানটির এক আরোহী জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানের পাইলট এক ঘোষণা দিয়ে যাত্রীদের বিষয়টি জানান।

ডেভিড ডেলুসিয়া নামের এক যাত্রী বলেন, ‘বিমানটি ভয়ানকভাবে কাঁপতে শুরু করে। আমরা উচ্চতা হারাতে থাকি আর নিচে পড়তে থাকি।’ তিনি জানান, নিচে পড়ে গেলে যেন আমাদের পরিচয় চিহ্নিত করা যায় সেকারণে তিনি ও তার স্ত্রী নিজেদের পকেটে পরিচয়পত্র নিয়ে নেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব