1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

ইউপি নির্বাচন-২০২১; দুমকিতে আ’লীগের প্রার্থী বাছাই সম্পন্ন

সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • বুধবার, ১০ মার্চ, ২০২১

পটুয়াখালীর দুমকিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ ইউনিয়নে প্রার্থী বাছাই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার সরকারি জনতা কলেজ হলরুমে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ভিপি আবদুল মান্নান। উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শাহজাহান আকন সেলিমের উপস্থাপণায় যথাক্রমে আঙ্গারিয়া, মুরাদিয়া ও পাঙ্গাশিয়া ইউনিয়ন আ’লীগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে পৃথক পৃথক ৩টি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আ’লীগ কার্যনির্বাহি কমিটির নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ সভায় অংশ নেন। এতে মুরাদিয়া ইউনিয়নে মিজানুর রহমান সিকদার, মো: আনোয়ারুজ্জামান ইমরাজ, মোসা: আকলিমা বেগম, আঙ্গারিয়া ইউনিয়নে সৈয়দ গোলাম মর্তুজা (শুকুর), সৈয়দ শাহআলম, মো: আবু জাফর, পাংগাশিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: আলমগীর সিকদার, সাবেক চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম ও এ্যাড. মজিবুর রহমান বাবুকে নিয়ে পৃথক ৩টি প্যানেল তৈরী করা হয়। উল্লেখিত ৩জনের প্যানেল রেজুলেশন ও জেলা আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের সুপারিশে কেন্দ্রে প্রেরণ করা হবে বলে দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব