চোটজর্জর রিয়াল মাদ্রিদ অধ্যায়ে আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন এদেন আজার। এবার বেলজিয়ান ফরোয়ার্ডের বাম পায়ের মাংশপেশিতে চোট ধরা পড়েছে।
৩০ বছর বয়সী আজারের চোটের বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় রিয়াল। এবার কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি।
তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, অনুশীলনের সময় পাওয়া এই চোট থেকে আজারের সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
আগামী শনিবার লিগে রিয়ালের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্কা। মঙ্গলবার ঘরের মাঠে খেলবে গেতাফের বিপক্ষে। আগামী ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লা লিগা চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আতালান্তা। আর আগামী ৭ মার্চ লিগে জিনেদিন জিদানের দল খেলবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
২০১৯ সালের গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব রেকর্ড ১০ কোটি ইউরোয় চেলসি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে দুইবার মারাত্মক গোড়ালির গাঁটের চোটে পড়েন আজার। আর চলতি মৌসুমে এ নিয়ে তিনবার ছিটকে গেলেন তিনি।
মৌসুমের শুরুতে গোড়ালির গাঁটের চোটে ছয় সপ্তাহ ছিলেন মাঠের বাইরে। এরপর গত নভেম্বরে কোভিড-১৯ পজিটিভ হয়ে মাঠের বাইরে থাকতে হয়েছিল আরও দুই সপ্তাহ।
করোনাভাইরাস থেকে ফিরে ১০ দিন না যেতেই হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি। এর প্রায় ছয় সপ্তাহ পর গত ৯ জানুয়ারি স্বাগতিক ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন রিয়ালের শুরুর একাদশে।
গত ২৩ জানুয়ারি আলাভেসের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদান রেখে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন আজার। কিন্তু নতুন চোটে সেই আশা হোঁচট খেলো আবারও।
রিয়াল অধ্যায়ে লিগে কেবল একটি ম্যাচে তাকে পুরো ৯০ মিনিট মাঠে দেখা গেছে। চলতি মৌসুমে লিগে শুরুর একাদশে ছিলেন কেবল ছয় ম্যাচে।
রিয়ালের জন্য অবশ্য একটা ভালো খবরও আছে। হাঁটুর চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর বুধবার প্রথমবারের মতো অনুশীলনে ফেরেন অধিনায়ক সের্হিও রামোস।
লা লিগায় ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।