মঞ্চ নাটকের প্রশংসিত দল পদাতিক নাট্য সংসদ প্রথমবার অটিজমের সচেতনতা নিয়ে একটি মঞ্চনাটক তৈরি করেছে। এটির নাম ‘প্রেরণা’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাবিল রেজা চৌধুরী। গত ২ এপ্রিল নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয় রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে।
অটিজম নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশে নাটকটির শো করার পরিকল্পনা নেয় নাট্য দলটি। এর অংশ হিসেবে ঢাকার বাইরে প্রথম দুটি শো হবে চট্টগ্রামে। ৮ অক্টোবর চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে এবং ৯ অক্টোবর চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে নাটকটির দুটি প্রদর্শনী হবে। নাটকটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অংশ গ্রহণ করবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- সামিয়া চৌধুরী জয়ী, সাদিয়া বায়দুন মাকনুন, মামুন আবদুল্লাহ, ডলি আক্তার, সাবিল রেজা চৌধুরী, ইকবাল নূর, তালুকদার মনিরুজ্জামান মিল্টন, আবদুল্লাহ আল বায়েজীদ রুমী প্রমুখ।
নাটকটির প্রযোজনা অধিকর্তা ও শিল্প নির্দেশনায় রয়েছেন সেলিম শামসুল হুদা চৌধুরী এবং প্রযোজনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আবদুস সেলিম।