1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাদালের অপ্রত্যাশিত বিদায়

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

এমন হার! রাফায়েল নাদালের নিজেরই বিশ্বাস হচ্ছে না। রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেদেরারকে ছাড়িয়ে যাবেন, এমন আশা নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে পা রেখেছিলেন স্প্যানিশ টেনিস কিংবদন্তি।

কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছেন অনায়াসে। সেখানেও প্রথম দুই সেট জিতে সেমিফাইনালের পথেই ছিলেন নাদাল। কিন্তু শেষ তিন সেট হেরে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ে গেছেন এই স্প্যানিয়ার্ড।

বুধবার গ্রিক তারকা স্টেফান সিতসিপাসের বিপক্ষে প্রথম দুই সেটে ৩-৬, ২-৬ ব্যবধানে জিতেছিলেন নাদাল। কিন্তু এরপরই অবিশ্বাস্য দৃঢ়তায় ঘুরে দাঁড়ান সিতসিপাস। ৭-৬ (৪), ৬-৪, ৭-৫ ব্যবধানে বাকি তিন সিটে জিতে বিদায় বলে দেন নাদালকে।

সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে যৌথভাবে ২০টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডধারী নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনে তার সম্ভাবনা ছিল ফেদেরারকে ছাড়িয়ে যাওয়ার, কোয়ার্টারেই সেই স্বপ্ন ভাঙলো।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব